চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কথাই চলে থানাগুলো: জামায়াত নেতা

স্টাফ রিপোর্টার: চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কথাই চলে থানাগুলো বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উত্তর থানা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক।

বুধবার (২০ আগস্ট) উপজেলার সাদিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তেব্যে এ কথা বলেন তিনি।

ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. এহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শিক্ষা বিভাগের সেক্রেটারি প্রিন্সিপাল ড. মু. ইকবাল হোসাইন ভূঁইয়া।

মাওলানা ইসহাক বলেন, ২৪’র গণঅভ্যুত্থানে অনেক মানুষ শহীদ হয়েছে। বহু মানুষ আহত হয়েছে। সাধারণ মানুষ অনেক স্বপ্ন নিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছিল। সবার একটাই স্বপ্ন ছিল সুন্দর একটি দেশ যেন হয়। কিন্তু হলো উল্টোটা। এখন চাঁদাবাজদের হাতে আমরা জিম্মি হয়ে গেছি। ঘরে বসে থাকলে সবকিছুর সমাধান হবে না। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের হাত থেকে বাঁচতে হলে লড়াই করতে হবে।

তিনি আরও বলেন, এখনও সময় আছে চলেন সবাই একত্রিত হয়। চলেন সবাই মিলে দেশটাকে সুন্দর করে সাজাই। তা না হলে হায়েনারা আবার সুযোগ পেলে দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ছাড়বে। পরে কেউ শান্তিতে থাকতে পারবে না।

জামায়াত নেতা বলেন, ইসলামের দেশ হলে দেশটা সুন্দর হবে। আমরা সবাই একত্রিত না হতে পারলে বিপদ সবারই আছে। ফ্যাসিস্ট হাসিনা এখনও ওৎ পেতে বসে আছে। সে রক্তপিপাসু ও হায়েনা। মিডিয়ায় মাঝে দেখি এখনও নাকি সে সবার বিচার করবে। এতো মানুষের রক্ত নিয়ে তার সাদ মিটেনি।

এসময় উপস্থিত ছিলেন- সাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. আজিজুল ইসলাম, কোনাবাড়ি কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. মনির হোসেন, কোনাবাড়ি মাদরাসার শিক্ষক মাওলানা মো. আব্দুল হাকিম প্রমুখ।

Share this article

Picture of John Doe

John Doe

Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

সদস্যতা

সাবস্ক্রাইব বোতাম টিপে, আপনি নিশ্চিত করছেন যে আপনি আমাদের গোপনীয়তা নীতি পড়েছেন।
সোহানুর রহমান সবুজ
চেয়ারম্যান, আব্দুল মোতালিব ফাউন্ডেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top