স্টাফ রিপোর্টার: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক প্রতিনিধির প্রার্থী মোহাম্মদ রাজিবুল ইসলাম খান বলেছেন, আপনাদের যেকোনো সমস্যায় ডাকলেই ছুটে আসব। আমার জন্য দোয়া করবেন। আমি চাই এই স্কুলের উন্নয়ন, ন্যায়বিচার ও সবাই যেন শান্তিতে পড়াশোনা করতে পারে। আমি সবার বিপদে-আপদে পাশ থাকতে চাই।
রোববার (১৯ অক্টোবর) দিগন্ত নিউজের সঙ্গে মুঠোফোনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাফল্য একদিনে আসে না। ধারাবাহিক পরিশ্রম, সততা ও ইতিবাচক চিন্তাই একজন মানুষকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়। শিক্ষাজীবনে নির্দিষ্ট লক্ষ্য রেখে এগোতে হবে। ভালো কাজে উৎসাহিত হতে হবে। মন্দ কাজে ‘না’ বলা শিখতে হবে। এগুলো আমি ছাত্র-ছাত্রীদের শিখানো ও বুঝানোর জন্যই তাদের অভিভাবক হতে চায়। ভালো অভিভাবকই পারে একজন মানুষকে সঠিক গন্তব্যে পৌঁছাতে। আমি ভালো অভিভাবক হয়ে থাকতে চায়।
রাজিবুল ইসলাম খান বলেন, আমি স্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হতে পারলে দেশের মধ্যে একটি মডেল ও আদর্শ স্কুল হিসেবে পরিণত করার চেষ্টা করবো। এজন্য আমি সবার কাছে দোয়া প্রার্থী।
উল্লেখ্য, আসন্ন ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের নির্বাচন-২০২৫ এর অভিভাবক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ রাজিবুল ইসলাম খান একজন প্রার্থী। তিনি সোনারগাঁও থানার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের খান বাড়ির বিশিষ্ট ব্যবসায়ী মৃত আজহারুল ইসলাম খানের দ্বিতীয় ছেলে।








