মোশারফ হোসেন খসরু: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের লালপুরী এলাকায় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ৩১ দফা লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক মোরশেদ মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেন।
বক্তারা বলেন, তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। পরে বক্তারা ধানের শীষের পক্ষে জনগণের কাছে ভোট ও দোয়া চান।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কামাল ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।







