সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, আগামী নির্বাচনে তারেক রহমান নির্বাচিত হলে দেশে কোনো চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদক কারবারি থাকবে না। যারা সাধারণ মানুষের সম্পদ ছিনিয়ে নিয়ে যায় তারা কোনো রাজনীতিবীদ হতে পারে না।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের বারদী হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি এ কথা বলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা সোহরাওয়ার্দী কলেজ মেডিকেল ও মিডফোর্ড কলেজ মেডিকেলের ভিন্ন ভিন্ন রোগের সাত জন বিশেষজ্ঞ রোগী দেখেন। ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ কর্মী ও প্রভাষক কবির হোসেন মৃধার সঞ্চালনায় এ অনুষ্ঠান হয়।
প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ দেশের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাই রাষ্ট্র কাঠামো মেরামতের ২৬ নম্বর কলাম অনুযায়ী দেশের সকল সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই আয়োজন। আমার দল নির্বাচিত হলে কৃষকদের মাঝে স্বল্পমূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, কৃষকদের জন্য কৃষক কার্ড করা হবে। যারা সাধারণ মানুষের সম্পদ ছিনিয়ে নিয়ে যায় তারা কোনো রাজনীতিবীদ হতে পারে না। আমি নির্বাচিত হলে কোনো চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাস থাকবে না। এছাড়া কোনো মাদক কারবারিকে প্রশ্রয় দেওয়া হবে না।
প্রভাষক কবির হোসেন মৃধা বলেন, আল মুজাহিদ মল্লিক ভাই একজন নিবেদিত সমাজকর্মী ও মানবদরদী মানুষ। শুধু আজ নয় তিনি আগেও বহু সমাজ কল্যাণমূলক কাজে সরাসরি অবদান রেখেছেন। আমি আল মুজাহিদ মল্লিক ভাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।
ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে বিএনপি নেতা মো. রফিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল্লাহ, বিএনপি নেতা আল আমিন, রুবেল নিলয় প্রমুখ।








