জামায়াতের নামে মিথ্যা সংবাদ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে কিছু গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল ও মিথ্যা সংবাদ প্রকাশ করায় সংবাদ সম্মেলন করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সোনারগাঁও থানা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার মোগড়াপাড়ার সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ নিন্দা জানায় থানা জামায়াতের দক্ষিণ শাখার সেক্রেটারি মো. আসাদুল ইসলাম মোল্লা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও আদর্শিক আন্দোলন। আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জামায়াতে ইসলামী তার এই লক্ষ্য উদ্দেশ্যের আলোকে সকল কর্মসূচি পালন করে থাকে। অপরের ওপর নিজের মতকে চাপিয়ে দেওয়া বা জোর জবরদস্তিমূলক কর্মসূচি জামায়াতে কখনো পালন করে না।

আসাদুল ইসলাম বলেন, অতীত ইতিহাস হচ্ছে জামায়াতেকে তার আদর্শ প্রচার ও সাংগঠনিক কাজের সময় ফ্যাসিস্টরা বাঁধা প্রদান করেছে। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, আমাদেরকে হামলা, মামলা, গ্রেফতার ও রিমান্ডের মাধ্যমে জুলুম নির্যাতন করা হয়েছে। আমাদেরকে কোথাও সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। ফ্যাসিবাদী দুঃশাসনের বিদায়ের পরে দেশের সাধারণ জনগণের আগ্রহ ও আকাঙ্খাকে ধারণ করে জামায়াতে ইসলামী তার কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। বর্তমানে সাধারণ জনগণ দলে দলে জামায়াতে ইসলামীতে যোগদান করছে।

জামায়াতের এই নেতা আরও বলেন, এমন মুহূর্তে আমরা অতীব দুঃখের সাথে লক্ষ করলাম একটি জাতীয় দৈনিক ও স্থানীয় একটি সংবাদ মাধ্যমে জামায়াতকে জড়িয়ে অসত্য ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হয়েছে। যাতে উল্লেখ করা হয়েছে- জামায়াতের মিছিলে যোগ না দেওয়ায় দিনমজুরকে পিটিয়ে আহত করা হয়। কিন্ত ঘটনার বিবরণে জানা যায় মো. আব্দুল হামিদ তুষার দীর্ঘদিন যাবৎ একটি বাড়িতে ভাড়া থাকতো এবং মেসে খেতো। মেসের যিনি খাবার সরবারহ করেন তিনি জানতে পেরেছেন মো. আবদুল হামিদ তুষার এখন শ্রমিকের কাজ না করে মাদকের ব্যবসায় জড়িত হয়ে পড়েছে। তার থাকা খাওয়ার টাকা বকেয়া পড়ায় পাওনাদার মো. রাশেদুল ইসলাম টাকা চাইতে যায় এবং তাকে বাড়ির রুম ছেড়ে দিতে বলে। টাকা না দিয়ে বরং সে একরোখা আচরণ করে। এতে দুইজনের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতি হয়। অথচ এখানে কেউ জামায়াতের লোক নয়। তারপরও কয়েকটি গণমাধ্যম না আমাদের জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশ করেছে। তারা তীলকে তাল বানানোর চেষ্টা করেছে। এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর সত্য ঘটনা প্রকাশের জন্য সাংবাদিক ভাইদের অনুরোধ জানাই।

এসময় থানা জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this article

Picture of John Doe

John Doe

Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

সদস্যতা

সাবস্ক্রাইব বোতাম টিপে, আপনি নিশ্চিত করছেন যে আপনি আমাদের গোপনীয়তা নীতি পড়েছেন।
সোহানুর রহমান সবুজ
চেয়ারম্যান, আব্দুল মোতালিব ফাউন্ডেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top