নারী-পুরুষ ফুটবলের মতো ফুটসালেও আলাদা করে র্যাংকিং প্রকাশ করে ফিফা। শুক্রবার (২৯ আগস্ট) সবশেষ র্যাংকিং প্রকাশ করেছে। ফুটসালের নারীদের তালিকায় শীর্ষে আছে ব্রাজিল। বাংলাদেশ নারী দল এক ধাপ পিছিয়ে নেমে গেছে ৪৪ নম্বরে। প্রতিবেশী ভারতের অবস্থান ৮৭তম।
বাংলাদেশের মেয়েরা প্রথমবার ফুটসালে নাম লেখায় ২০১৮ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত নারী এশিয়ান কাপে। সেই আসরে ভিয়েতনাম, চাইনিজ তাইপে ও মালয়েশিয়ার কাছে হেরে গ্রুপ পর্বেই বিদায় নেয় তারা। সেটিই ছিল তাদের প্রথম ও একমাত্র আন্তর্জাতিক অংশগ্রহণ।








