বাংলাদেশের মাটিতে কোচিং ও ব্যাটিং উন্নয়নে জুনিয়র থেকে এলিট কোচদের নিয়ে তিন দিনের আন্তর্জাতিক মানের ব্যাটিং প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া কাছাকাছি সময়ে দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশেই হবে কোচদের লেভেল থ্রি কোচিং প্রোগ্রাম।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে চায়ের দেশ সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে বিসিবির পরিচালনা পরিষদের সভা। এই সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।








