২০১৭ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। এরপর তিনটি দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় দু’দল। এরমধ্যে একটি দক্ষিণ আফ্রিকা জিতলেও, অন্য দু’টি ড্র হয়। আট বছর ধরে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচানোর লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার লিডসে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে ইংলিশরা।
দীর্ঘ আট বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে না পারার অপেক্ষা ঘোচাতে মরিয়া ইংল্যান্ড। দলের অধিনায়ক হ্যারি ব্রুক বলেন, ‘এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর আমরা নতুনভাবে পথচলা শুরু করেছি। ইতোমধ্যে গত মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছি। আশা করছি, পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটাতে পারব।’








