দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টির চতুর্থ আসর শুরু হবে চলতি বছরের ২৬ ডিসেম্বর। আসন্ন আসরকে সামনে রেখে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নিলাম। এসএ টোয়েন্টির নিলামে প্রাথমিকভাবে ২৩ জন নিজেদের নাম নিবন্ধন করলেও, নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ১৪ ক্রিকেটার।
বিশ্বের প্রায় ৮০০ ক্রিকেটার থেকে বাছাই করে ৫৪১ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে টুর্নামেন্ট আয়োজকরা। যেখানে মোট ২৫টি স্লটের বিপরীতে আছেন ২৪১ জন বিদেশি ক্রিকেটার। আর দক্ষিণ আফ্রিকার ৩০০ ক্রিকেটার থেকে নিলামে দল পাবেন ৫৯ জন।








