সংযুক্ত আরব আমিরাতে সামনেই এশিয়া কাপের আসর। আসন্ন আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ঘরের মাঠে ডাচদের তিন ম্যাচের সিরিজে একম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে টাইগাররা।
সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডাচদের ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। জবাবে খেলতে নেমে ১৩.১ ওভারে এক উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।








