জনপ্রিয় ধারাবাকিক ‘পবিত্র রিশতা’-র অভিনেত্রী প্রিয়া মাড়াঠে ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৩৮ বছর বয়সে মারা গেছেন। জনপ্রিয় সিরিয়ালটিতে আঙ্কিতা লোখাণ্ডের চরিত্র আর্চনার বোন বর্ষার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তার অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন আঙ্কিতা। সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে প্রয়াত সহঅভিনেত্রীর সঙ্গে নিজের বন্ধুত্বের স্মৃতিচারণ করেন তিনি।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ইনস্টাগ্রামে আঙ্কিতা প্রিয়ার সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেছেন। এর মধ্যে রয়েছে ‘পবিত্র রিশতা’-র সেটে তোলা মুহূর্ত, আবার কিছু ছবি আঙ্কিতার বিয়ের দিন তোলা, যেখানে প্রিয়াকে হাসিমুখে দেখা যায় আঙ্কিতা ও তার স্বামী ভিকি জৈনের পাশে।








