স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে নোয়াগাঁও ইউনিয়নের ধন্দী বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিকের নির্দেশনায় এ কর্মসূচির নেতৃত্ব দেন সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম।
কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত থেকে স্থানীয় জনসাধারণের হাতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এসময় আব্দুর রহিম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। আল মুজাহিদ মল্লিকের দিকনির্দেশনায় উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। তারেক রহমানের নেতৃত্বে দেশ সামনে এগিয়ে যাবে। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চান তিনি।”








