সোনারগাঁয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের ঐতিহাসিক হরহরদী হাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের প্রচারপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জামপুর ও সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এ সময় বলেন, “তারেক রহমানের নেতৃত্বেই গড়ে উঠবে আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ। ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ বিশ্বের কাছে এক আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিতি পাবে। মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর। অথচ ফ্যাসিবাদী শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে সাংবাদিকরা সবসময় নিরাপত্তাহীনতায় ভুগেছেন।”

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু, সদস্য আলমগীর হোসেন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিক ভূঁইয়া, যুবদল নেতা কামরুজ্জামান মোল্লাহ, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আকতার হোসেন, মো. মামুন, মো. হাসু মিয়া, সানাউল্লাহ, সুমন, আকতার, সোহেল ও সেলিম প্রমুখ।

Share this article

Picture of John Doe

John Doe

Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

সদস্যতা

সাবস্ক্রাইব বোতাম টিপে, আপনি নিশ্চিত করছেন যে আপনি আমাদের গোপনীয়তা নীতি পড়েছেন।
সোহানুর রহমান সবুজ
চেয়ারম্যান, আব্দুল মোতালিব ফাউন্ডেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top