ক্রিস্টিয়ানো রোনালদোকে সৌদি আরবে ধরে রাখতে উঠেপড়ে লেগেছে দেশটির কর্মকর্তারা। তবে আলোচনাটা সহজ নয়—চলমান কথাবার্তা ‘কঠিন’ বলেই উল্লেখ করেছেন এ বিষয়ে অবগত এক সূত্র, যিনি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন। আলোচনাটি ফলপ্রসূ না হওয়ার আশঙ্কাও রয়েছে।
গত মঙ্গলবার সৌদি প্রো লিগের চলতি মৌসুম শেষ করে আল নাসর। আল ফাতেহর কাছে ৩-২ গোলে হেরে লিগে তৃতীয় হয় তারা। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লেখেন, ‘এই অধ্যায় শেষ। গল্পটা? এখনো লেখা হচ্ছে। সবার কাছে কৃতজ্ঞ।’ এই বার্তায় ক্লাব ছাড়ার ইঙ্গিতই দিয়েছেন তিনি।
রোনালদোর সঙ্গে আল নাসরের বর্তমান চুক্তি শেষ হবে আগামী ৩০ জুন। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০২৩ সালের শুরুতে তিনি যোগ দেন সৌদি ক্লাবটিতে। সম্প্রতি তাঁর ক্লাব বিশ্বকাপে খেলার গুঞ্জন ছড়িয়েছে, যদিও আল নাসর এই প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করেনি।
অনেকে ধারণা করছেন, ক্লাব বিশ্বকাপে খেলার লক্ষ্যেই হয়তো ক্লাব বদল করতে চাইছেন রোনালদো। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কিছুদিন আগে জানিয়েছেন, রোনালদোর সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছে। সৌদি আরব থেকে শুধুমাত্র আল হিলাল ক্লাব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
এএফপির তথ্যমতে, রোনালদোকে দলবদলের মাধ্যমে আল নাসর থেকে আল হিলালে পাঠানোর একটি পরিকল্পনাও রয়েছে। সৌদি ফুটবলে বিপুল বিনিয়োগকারী পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ইতিমধ্যেই আল নাসর, আল হিলাল ও আল আহলির মতো শীর্ষ ক্লাবগুলো নিয়ন্ত্রণ করছে। পিআইএফের একজন কর্মকর্তা জানিয়েছেন, রোনালদোকে সৌদি প্রো লিগে রাখার জন্য এখন তাঁর সঙ্গে জোরালো ও জটিল আলোচনা চলছে।
আল নাসরের পরিচালক ফার্নান্দো হিয়েরো এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা রোনালদোর সঙ্গে চুক্তি নবায়নের চেষ্টা করছি। অনেক ক্লাবই তাঁকে পেতে চায়। আশা করছি, আমরা একটা সমাধানে পৌঁছাতে পারব।’
এএফপিকে দেওয়া তথ্য অনুযায়ী, রোনালদোর সামনে দুটি বিকল্প পথ রয়েছে—একটি হলো আল হিলালে যোগদান, যেখানে ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে। অন্যটি হলো এশিয়ান চ্যাম্পিয়ন আল আহলিতে যোগদান।
ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৩২টি দলের জন্য ১ থেকে ১০ জুন পর্যন্ত একটি বিশেষ দলবদল উইন্ডো চালু করবে ফিফা। আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে প্রতিযোগিতাটি।
রোনালদোর সৌদি প্রো লিগে আসার প্রভাব ছিল বিশাল। গত আড়াই বছরে লিগের উন্নয়নে তাঁর অবদান অপরিসীম। অভিজাত ও উদীয়মান খেলোয়াড়দের সৌদি আরবে আসার পথ তিনি সুগম করেছেন বলে মনে করেন পিআইএফের ওই কর্মকর্তা।
চলতি মৌসুমে ৩০ ম্যাচে ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনালদো, যদিও আল নাসর লিগ কিংবা মহাদেশীয় কোনো ট্রফি জিততে পারেনি। গত বছর তিনি বলেছিলেন, সম্ভবত আল নাসরেই ক্যারিয়ার শেষ করবেন। সৌদি রাজপরিবারের প্রিয় ক্লাব আল নাসরই রোনালদোর ভবিষ্যৎ গন্তব্য হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়। তবে তাঁকে ধরে রাখার মিশনে সৌদি আরব সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।







