মোশারফ হোসেন খসরু: গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সোনারগাঁ উপজেলায় এক বর্ণাঢ্য আনন্দ র্যালি করা হয়।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল থেকে র্যালিটি শুরু হয়ে তালতলা বাজারে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও সনমান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খন্দকার রেজাউল হক, উপজেলা যুবদল নেতা আল আমিন মোল্লা প্রমুখ।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, “যুবদল প্রতিষ্ঠার এই দিনে আমরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। আজকের যুবদল ভবিষ্যতের বিএনপি। সকলকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন- সাদিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. পরশ আহমেদ, জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. আবু মুছা, ওয়াসিম, কাউসার, ইকবাল, জুয়েল, আব্দুল আজিজ, নাজমুল ফকির, সাদিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম, আনোয়ার, নিজামুদ্দিন, রোমান, জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রফিক, সোহেল, পন্ডিত, পিয়েল, আব্দুল আজিজ, শফিকুল, মনির, শহিদ, রমজান, মোফাজ্জল, নাজমুল, হাবিবুর, এমদাদ প্রমুখ।






