সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁও উপজেলা শাখা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (শুক্রবার) বিকেলে সোনারগাঁও উপজেলার চৌরাস্তায় জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
সমাবেশে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী বরাবরই চেয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাক। কিন্তু দেখা যাচ্ছে, একটি রাজনৈতিক মহলের প্রভাব খাটানোর ফলে সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না।
বক্তারা আরও বলেন, অনেকেই আমাদের বলছেন, আলোচনায় থাকা সত্ত্বেও কেন আপনারা আন্দোলনে যাচ্ছেন। তার কারণ আলোচনা করা সত্ত্বেও কোনো সমাধান হচ্ছে না। কোনো কিছুর চাপের মুখে সরকার এক শুভঙ্করের ফাঁকির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের আন্দোলন রাজনীতির অংশ।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দ্যেশে জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সদস্য ও জেলা আমির মমিনুল সরকার বলেন, কোনো সংকট তৈরি না করে জুলাই সনদের ভিত্তিতে আপনারা নির্বাচন অনুষ্ঠান করুন। বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে আবারও ফ্যাসিজমের জন্ম হবে, আরেকটি হাসিনা সরকারে জন্ম হবে।
সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁও দক্ষিণ থানা শাখার আমির মাহবুব মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শিক্ষা বিভাগের সেক্রেটারি প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা মজলিসের শূরা সদস্য দেওয়ান খোরশেদ আলম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের তদারককারী আবু সাঈদ মো. মুন্না, জেলা মজলিসের শূরা সদস্য ও সোনারগাঁও আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মাওলানা আশরাফুল ইসলাম, সোনারগাঁ উপজেলা উত্তরের আমির মাওলানা ইসহাক মিয়া, উত্তরের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান, দক্ষিণের সেক্রেটারি আসাদুল ইসলাম প্রমুখ।








