রোনালদো আরও দুই বছরের জন্য আল নাসরে খেলবেন।

Ask ChatGPT

সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন এই চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের জুন পর্যন্ত আল নাসরের জার্সিতে খেলবেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী পর্তুগিজ তারকা। আজ ক্লাবটির দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত কয়েক মাস ধরেই রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। ঠিক কোন ক্লাবে তিনি আগামী মৌসুমে খেলবেন, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে আজ চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দিল আল নাসর। ঘোষণার আগে একটি টিজার ভিডিও প্রকাশ করে ক্লাবটি, যেখানে সমুদ্রসৈকতে হাঁটতে দেখা যায় ৪০ বছর বয়সী রোনালদোকে। ভিডিওতে তিনি বলেন, ‘আল নাসর ফরএভার’।

রোনালদো ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন। তাঁর পথ অনুসরণ করে করিম বেনজেমা, নেইমার, সাদিও মানে, রবার্তো ফিরমিনোর মতো অনেক তারকা সৌদি প্রো লিগে নাম লেখান, যাঁরা ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন।

তবে আল নাসরের হয়ে আড়াই মৌসুম পার করলেও এখনও পর্যন্ত কোনো লিগ বা মহাদেশীয় শিরোপা জিততে পারেননি রোনালদো। গত মাসে সৌদি প্রো লিগে আল নাসরের শেষ ম্যাচের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘এই অধ্যায় শেষ’। এরপর শুরু হয় গুঞ্জন—রোনালদো বুঝি আল নাসর ছাড়ছেন।

তবে ক্লাব কর্তৃপক্ষ শুরু থেকেই তাঁকে ধরে রাখতে আগ্রহী ছিল। মে মাসে সৌদি ফুটবলের অন্যতম বড় বিনিয়োগকারী সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, সৌদি লিগের উন্নয়নে রোনালদোর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাঁর উপস্থিতিই দেশটির লিগে অভিজাত ও তরুণ খেলোয়াড়দের আগমনকে সহজ করেছে।

উল্লেখ্য, পিআইএফ বর্তমানে আল নাসর, আল হিলাল ও আল আহলিসহ শীর্ষ কয়েকটি সৌদি ক্লাবের মালিকানা নিয়ন্ত্রণ করছে।

রোনালদো নিজেও আগেই জানিয়েছিলেন, সম্ভবত ক্যারিয়ারের শেষটা আল নাসরেই করবেন। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১১১ ম্যাচে ৯৯টি গোল করেছেন তিনি।

Share this article

Picture of John Doe

John Doe

Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

সদস্যতা

সাবস্ক্রাইব বোতাম টিপে, আপনি নিশ্চিত করছেন যে আপনি আমাদের গোপনীয়তা নীতি পড়েছেন।
সোহানুর রহমান সবুজ
চেয়ারম্যান, আব্দুল মোতালিব ফাউন্ডেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top