পরিচালনা পর্ষদ বা সহায়ক কমিটির সভায় কোনো পরিচালক ভিন্নমত পোষণ করলে তা গোপন রাখা যাবে না। ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত, পর্যবেক্ষণ কিংবা সুপারিশ— সবই সভার কার্যবিবরণীতে বিস্তারিতভাবে লিখে রাখতে হবে।
সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) নতুন এক নির্দেশনা দিয়ে এ বাধ্যবাধকতা জারি করেছে। ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা বাড়াতে নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে বলছেন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সার্কুলারে বলা হয়েছে, অনেক ব্যাংক পরিচালনা পর্ষদ বা কমিটির সভায় পরিচালকদের মতামত, বিশেষ করে মতানৈক্যের বিষয়গুলো যথাযথভাবে কার্যবিবরণীতে উল্লেখ করছে না। ফলে, পরিচালকদের সক্রিয় অংশগ্রহণ ও দায়বদ্ধতা নিশ্চিত হচ্ছে না।
এ পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোর জন্য নতুন কিছু নির্দেশনা দেওয়া হয়েছে—
- পরিচালনা পর্ষদ বা সহায়ক কমিটির সভায় কোনো অ্যাজেন্ডা নিয়ে পরিচালকদের মধ্যে আলোচনা, ভিন্নমত বা ব্যতিক্রমী মতামত থাকলে তা সভার কার্যবিবরণীতে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে।
- সভায় আলোচিত সব পর্যবেক্ষণ ও সুপারিশ যথাযথভাবে কার্যবিবরণীতে লিপিবদ্ধ করতে হবে।
- কোনো পরিচালক ‘নোট অব ডিসেন্ট’ দিলে তা বিস্তারিতভাবে সভার কার্যবিবরণী উল্লেখ করতে হবে।
- সভায় বাংলাদেশ ব্যাংকের কোনো পর্যবেক্ষক উপস্থিত থাকলে, তাঁর প্রদত্ত মতামত বা পর্যবেক্ষণও কার্যবিবরণীতে লিপিবদ্ধ করতে হবে।








