মোশারফ হোসেন খসরু: টাইফয়েড সংক্রমণের উচ্চ ঝুঁকি মোকাবিলায় সোনারগাঁও উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে এই ক্যাম্পেইনের আওতায় ১ লাখ ২৯ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার নোয়াগাঁও হাইস্কুলে সকাল থেকে দুপুর পর্যন্ত টিকা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নোয়াগাঁও হাইস্কুলের গার্লস গাইডের সদস্যরা টিকাদান কর্মসূচিতে সহায়তা করেন।
এসময় উপস্থিত ছিলেন- নোয়াগাঁও হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম ভূঁইয়া, সোনারগাঁও গার্লস গাইড কমিটির কোষাধ্যক্ষ মাহফুজা আক্তার রীনাসহ স্কুলের শিক্ষক মন্ডলী।








