বিপদ-আপদে বরাবরই মহান আল্লাহর নিকট দু’হাত তুলে ধরেন মুমিনরা। দুনিয়াবি জীবনে রোগমুক্তি, হেদায়াত কিংবা কল্যাণ চেয়ে স্মরণ করেন মহান রবকে। তবে ক্ষণিকের এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে বান্দার নানা পরীক্ষা নিয়ে থাকেন। এ ক্ষেত্রে যারা বিপদ-আপদে ধৈর্য ধারণ করে কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করেন তারাই আখিরাতে সফলকাম হবেন।
অন্যদিকে ধৈর্যশীলদের সঙ্গে থাকার ওয়াদা স্বয়ং আল্লাহ তা’য়ালার। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা আনফাল, আয়াত: ৪৬)








