তথ্য ভুলে ভর্তি সহায়তার টাকা ‘বাউন্সড’, ২১ আগস্টের মধ্যে সংশোধনের তাগিদ

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ২০২৫ সালে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের অনেকে এখনও পাননি নির্ধারিত সহায়তার টাকা। এর মূল কারণ হিসেবে উঠে এসেছে শিক্ষার্থীদের মোবাইল অ্যাকাউন্ট- বিশেষ করে ‘নগদ’ একাউন্ট সংক্রান্ত ভুল বা অসক্রিয়তা। ফলে ভর্তি সহায়তার টাকা পাঠালেও অনেক ক্ষেত্রে তা বাউন্সড হয়ে ফিরে এসেছে।

এই পরিস্থিতিতে ট্রাস্ট কর্তৃপক্ষ আবারও সুযোগ দিয়েছে ভুল সংশোধনের। এবার শিক্ষার্থীদের অবহিত করে সংশোধিত মোবাইল একাউন্ট নম্বর ও প্রাসঙ্গিক প্রমাণসহ তথ্য আগামী ২১ আগস্টের মধ্যে ই-মেইলে (ap@pmeat.gov.bd) পাঠাতে বলা হয়েছে।

মূলত, ২০২৫ সালে মাধ্যমিক ও সমমান (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি), ২০২৪–২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি এবং ২০২৩–২৪ শিক্ষাবর্ষে স্নাতক (পাস ও অনার্স) ও সমমান পর্যায়ের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে এই সহায়তা দেওয়া হয়। তবে একাউন্ট সচল না থাকা বা ভুল নম্বর ব্যবহারের কারণে সহায়তার টাকা পাঠানো যায়নি উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর ক্ষেত্রে।

আরও পড়ুন

এসিইউ কাউন্সিলের সদস্য হলেন বাউবি উপাচার্য ওবায়দুল ইসলাম

নওফেলের অনুসারী এক কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার, ৩ জনকে পদাবনতি 

এসএসসির মানসম্মত প্রশ্ন নিশ্চিতে ঢাকায় বসছে শিক্ষা বোর্ডের কর্মশালা

ট্রাস্ট সূত্রে জানা গেছে, বাউন্সড শিক্ষার্থীদের তালিকা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো হয়েছে। একইসঙ্গে নির্দেশনা দেওয়া হয়েছে যেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে তথ্য হালনাগাদ করে।
তবে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত একাউন্ট নম্বর না পাঠানো হলে শিক্ষার্থীরা ওই টাকার সহায়তা থেকে বঞ্চিত হতে পারে।

Share this article

Picture of John Doe

John Doe

Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

সদস্যতা

সাবস্ক্রাইব বোতাম টিপে, আপনি নিশ্চিত করছেন যে আপনি আমাদের গোপনীয়তা নীতি পড়েছেন।
সোহানুর রহমান সবুজ
চেয়ারম্যান, আব্দুল মোতালিব ফাউন্ডেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top