স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়ার নির্বাচনি প্রচারণার ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে।
জামায়াত নেতারা জানায়, রোববার গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনাটি ঘটায়। নির্বাচনের প্রতিপক্ষরা এ কাজ করতে পারে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকার এবং জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তারা বলেন, ফ্যাসিস্টদের বিদায়ের পরে দেশে একটি রাজনৈতিক সহনশীল ও সহমর্মিতাপূর্ণ পরিবেশ বজায় থাকবে এটা সকলের প্রত্যাশা। কিন্তু বেশ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে জামায়াতে ইসলামীর বিভিন্ন উঠান বৈঠক প্রচার কার্যক্রম এবং সাংগঠনিক কার্যক্রমে বাঁধা দেওয়া হচ্ছে। এটা কোনোভাবেই রাজনৈতিক আচরণ হতে পারে না। আমরা এই অন্যায় অগণতান্ত্রিক আচরণ, কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
বিবৃতিতে তারা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন। দেশ জাতি ও মানবতার কল্যাণেই জামায়াতে ইসলামী সব কার্যক্রম পরিচালনা করে। অতীতে ফ্যাসিস্ট শক্তি রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করে দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল। এমনকি শেষ মুহূর্তে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ পর্যন্ত করেছিল। কিন্ত কোনো বাধাই আমাদের অগ্রযাত্রা থামাতে পারেনি। বরং জামায়াতে ইসলামীর প্রতি জনগণের ভালোবাসা অতীতের তুলনায় অনেক বেড়েছে। ফেস্টুন ছিড়ে, হামলা করে কিংবা সভা সমাবেশে বাধা দিয়ে এই অগ্রযাত্রা থামিয়ে দেওয়া সম্ভব নয়। যারা চোরাগোপ্তা পথে হামলা করে কিংবা বাধা দিয়ে রাজনৈতিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন, তারাই জনগণের কাছে ঘৃণিত হবেন।








