স্টাফ রিপোর্টার: সাদিপুর ইউনিয়ন যুবদল সভাপতি আওলাদ হোসেন বলেছেন, আল্লাহর হুকুম করে বলবো; আজহারুল ইসলাম মান্নান ভাই এমপি হবেন। কারণ বিএনপির দুঃসময়ে মান্নান ভাই সবার পাশে ছিলেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিগন্ত নিউজের সঙ্গে একান্ত সাক্ষাতে তিনি এ কথা বলেন।
আওলাদ হোসেন বলেন, ‘বিএনপির কঠিন সময়ে যখন অনেকে পাশে ছিলেন না, তখন মান্নান ভাই সকল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি শুধু নেতা ছিলেন না- তিনি আমাদের আদর্শ, শিক্ষক ও পথপ্রদর্শক ছিলেন। তার অবদান বিএনপি পরিবার কখনো ভুলে যাবে না।’
যুবদল সভাপতি বলেন, ‘যারা পতিত আওয়ামী লীগের ১৭ বছরের রাজপথে আন্দোলনে সংগ্রামে ছিলেন না, বিএনপির বিপক্ষে কাজ করেছেন, তাদের বিএনপির সুসময়ে কোনো দরকার নেই। সুসময় তাদেরকেই দরকার যারা বিএনপির দুঃসময়ে কাছে ছিলেন, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহু মামলা-হামলার শিকার কয়েছেন। আজ এখন অনেকেই সোনারগাঁয়ে এমপি হওয়ার জন্য কাজ করছে। আপনারা তাদের জিজ্ঞাসা করুন ৫ আগস্টের আগে রাজপথে তাদের ভূমিকা কি ছিল। তখন মান্নান ভাই ছাড়া তো কোনো নেতা ছিল না। তাহলে আজ কেনো তারা মান্নান ভাইয়ের বিরুদ্ধে কাজ করছে। মূলত তারা চায় না এখানে বিএনপি শক্তিশালি থাকুক।’
তিনি আরও বলেন, ‘আমরা দলের নিবেদিত প্রাণ। কখনো অন্যায়ভাবে কারো ওপর হামলা ও মামলা করি নাই। বিএনপিকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা আগামী জাতীয় নির্বাচনে দেশনায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে অনুরোধ করে বলবো সোনারগাঁয়ে মান্নানকে নমিনেশন দিবেন।
উল্লেখ্য, আওলাদ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি। আওয়ামী লীগ সরকার আমলে তিনি অনেক হামলা-মামলার শিকার হয়েছেন।








